শেষ রাতের ট্রেনে
বসে আমি একা আঁধারে,
যেতে হবে দূর,....বহু দূর, আমাকে
তোমার স্বপ্ন গুলোকে তারিয়ে ।


রাত জখন ভোরে গড়াবে
আঁধার গুলো যাবে পালিয়ে
তুমিও কেন পালাতে পারনা
আমার হ্নদয় থেকে ; অ-- অপ্সরী ।


অনেক কষ্টে ভুলি তোমায়
একাকিত্ত মনে করিয়ে দেয় আমায়
দূর বনে ; যাই হারিয়ে
তোমাকে পেছনে ফেলে
তবু কেন বার বার আস ফিরে
এ মনেরি  কোনে।।


সাগরের নীল কে বুকে জরিয়ে
জ্যোৎস্নার চাঁদ কে মেঘে ঢাকিয়ে
এতদুর এসেছি ; আঁধার কে ভালবেসে,
তবু কেন ফিরে পাই নিজেকে
ফেলে আসা......
শেষ রাতের স্টেশনে ।।