তুমি হীন এ শহর
আমার দিন-মান বছর,
খেয়ে নিচ্ছে আছর*।


নহ্মত্রের রাত,ব্যালকনির চাঁদ;
পুবালি বাতাসে তোমার ঘ্রাণ


ঝক-মক শহরে
চাকচিক্য বাহারে ,
তবুও চোখ খুঁজে বেড়ায়
তোমারে আহা তোমারে।


আমি যাই যত দূর ;
সে দূর সমুদ্দুর
নোনা জলে ধোয়া
স্বপ্ন মধুর।


তুমি হীন ,তুমি হীন
আমার দীর্ঘশ্বাসের দিন
এ শহর রঙ্গিন।।



      * প্রিয় পাঠক "আছর " শব্দটা আমি প্রতিনিয়ত এর প্রতি শব্দ হিসেবে ব্যবহার করেছি
        এটা একটা আঞ্চলিক শব্দ।ভুল হলে হ্মমা সুন্দর চোখে দেখবেন।