এক পরন্তু বিকেলে তোমার সাথে দেখা
ছিল মেঘের খেলা আকাশর বুকে,
ভ্রমরের গুঞ্জন বেজে ছিল কানে কানে
মনে পড়ে কি পড়ে না আমি তা বুঝি না।


নতুন এক নিজেকে চিনে ছিলাম তোমার মাঝে
বুক চিরে ভালোবাসার নীল আবির ছড়ালে,
এক মুঠো রঙিন স্বপ্ন তুলে দিয়েছিলে হাতে।
তোমার মনে পড়ে কিনা আমি তা জানি না।


তোমার আলোয় আলোকিত ছিলাম অবিরাম
আমার আঁধার ঘরে প্রদীপ জ্বালিয়ে ছিলে
সেদিন আমি মুক্ত বিহঙ্গ তোমার আকাশে
ভুলে গেলে কি করে আমি তা ভাবতে পারি না।


প্রথম দেখার দিনটি আজ ও রয়েছে অমলিন
আমার সুখ স্মৃতি তোমার কাছে হয়েছে চিরমলিন
হারিয়ে গেছো তাই দূর সীমান্তের ওপারে!
আকাশ তোমাকে বলছি ভুলে গেলে এমনি করে?
                                                  
                                                        
                                                   ০৯/০৭/২০১০