কিছুটা সময় না হয় যাক থেমে!
চায়ের চুমুকে আড্ডা টা উঠুক জমে।
একটু সময় না হয় কাটুক আমার সাথে,
সন্ধার পাখিরা ফিরে যাক নীড়ে।
আঁধো আলোয় দেখতে লাগে বেশ,
হিমেল হাওয়ায় নিটোল এই পরিবেশ।
চুমুকে চুমুকে চলবে কতো কবিতা,গান,
সময়কে বলবো যাসনে একটূ থাম!
আঙ্গুলের ভাঁজে উঠবে চায়ের পেয়ালা,
ছোট ছোট কথা আর ক্ষনিক নিরবতা।
ছন্দ হারাবে ব্যস্ত শহরের আনাগোনায়,
চেয়ে থাকা শুধু সোডিয়াম লাইটের আলোয়।
তোমার নীলাবেগ জড়িয়ে রয় শুধু আবেশে,
অপলক ছবি এঁকে ঐ নয়ন আরশীতে।
একটু সময় নিলে না হয় শেষ চুমুকে!
আরও কিছুটা সময় না হয় কাটালে সাথে।