বহু প্রতীক্ষার পরে
এলে তুমি…..
ঝিরিঝিরি বৃষ্টিতে।


দেখা হলো বৃষ্টিতে ভেজা
আমার ঠোঁটের কোলে,
বৃষ্টিস্নাত মুখোমুখি দুজন
দূর নদীর পাড়ে
হাসছে কাশবন।


নীলাম্বরী ঢেকেছে মুখ
কেমন দেখ পেঁজা তুলোর মত
শুভ্র মেঘেদের ভীড়ে !
আনমনে আমি শুধালেম,
সুবাস পাচ্ছো?
শিউলি বকুলের ঘ্রাণ !
একবার দেখ শিউলি বকুল তলে।


আবার শুধালেম আমি
মৃদুস্বরে!
দেখতে পাচ্ছো!
দূরে ঐ ঘাসের ডগায়,
করছে কেমন লুটোপুটি
আমার ক্লান্ত বিকেল!


আমায় তুমি খুব করে
মৃদু হাওয়ায় সোনা রোদ ছোঁয়ায়
উদাস করা এই মন
ভরে থাকে আবেগে।


ঝিরিঝিরি বৃষ্টির গানে,
আর মিষ্টি সুবাসে
এমন করে জড়িয়ে রেখো
ভালোবেসে…...
তুমি এলে!