তুমি আমার রাতের নিশি
তুমি তো, আমার রাতের নিশি
তাই তো, আমি রাত জেগে থাকি।
প্রতিটিক্ষণ শুধু তোমায় নিয়ে ভাবি।
তোমার জন্যে প্রতিক্ষারত, এই আমি
বকুল ফুলের মালা গেঁথে রেখেছি।
বেলি ফুলের বাসর সাজিয়েছি।
চলার পথে গোলাপের চাদর বিছিয়েছি।
আর আমি?
পড়েছি নীলাম্বরী শাড়ি!
কপালে টিপ, দু'হাতে নীল চুরি!
পড়েছি নুপুর, আলতা পায়ে
লাল রঙ মেখেছি অধোরে!
শূন্য দৃষ্টি আমার...
তোমার পথ পানে চেয়ে।
কবে তুমি আসবে ফিরে?
আমার এই বুকে ?
আমার আশায় ভেলা ভাসিয়ে
বুকের এই সাগরে...
প্রতিদিন তুমি আসবে রাতের নিশি হয়ে।
আমার এই সাজানো মিলন ঘরে প্রিয়তম!
তুমি আমার রাতের নিশি
আমি যে তোমার রাত জাগা ডাহুক পাখি ।।