দুহাত বাড়িয়েছিলে ভালোবাসার
  চোখের ভাষা ছিল যেন ভরসার
  বাহুডোরে হলেম আমি আত্মহারা
  ছিলেম মাঝ সমুদ্রে আমি  দিশেহারা
  ভালোবাসার নোঙর ভাসিয়ে
  মিলন হলো দূর মোহনাতে।
  
  কত ভেসেছি স্বপ্নে তোমার
  কত আশা মনের কোণে লুকিয়ে
  তোমার সবুজ দিগন্ত জুড়েই
অবাধ বিচরণ ছিলো শুধুই আমার।

  হাতে হাত রেখে চলেছি সেইতো
  কতটা বছর কাটিয়েছি বেশ এইতো
  বিভোর হয়েছি সুদূর কল্পনাতে
  কাঁটাহেরী এ পথ মন বুঝেনিতো।


   মন মোহনায় তরী ভাসতে ভাসতে
   হারিয়েছি আনন্দ জীবনের সবটা
   সাজিয়েছো এ ঘর তুমি ছলনার
   বুঝি হাত দুটি নয়তো ভালোবাসার।
     সময়: 12.20 am
     তারিখ: 26/03/2010