তোকে নিয়ে স্বপ্ন আঁকার স্পর্ধা কখনো করিনি।
না কখনো দেখেছি তিমিরময়ী রাত্রির জ্যোৎস্নার আলো।
তবুও কখনো মনে হয়, আর কিছু না হোক
অন্তত----
একটা আটকুঁড়ি তো পোয়াতি হত!


ছেঁড়া ডায়েরির অগোছালো ভাঁজ মুক্তি চায়।
ক্যালেন্ডারের অঙ্কগুলো আজও খুঁজে বেড়ায়...
ল্যাম্পপোস্টের আলো নিভে গিয়েও জ্বলে ওঠে।
আবারো----
'তুই' - এর অপেক্ষায়...


শেষ ট্রেনে ভোররাতে ঘরে ফেরার যন্ত্রণা নিয়ে ফিরতে চাইনি।
'সুখ' নামের অসুখের শাড়ি জড়াতে চাইনি কোনদিনই।
অমাবস্যার নিশুতি রাত জ্বালায়
কালো ধোঁয়ায়...
ধোঁয়ায়...


ভীষণভাবে মরতে শেখায়!!!