বাদামী বাষ্পের বিষাদগন্ধ বিষ চোখে মুখে ঢেলে দেয়-
নাইট্রোজেন অক্সাইডের অন্ধকার!
নাড়ি ছিঁড়ে বেরিয়ে আসে নষ্ট নিমের ব্যভিচার!
বুকের ভেতর মন্থনে উঠে আসা না-গোনা গরলের গরমিল!
ঘড়ির কাঁটায় সেকেন্ডের শত রান...
ঘোলাটে চোখে মরা জোয়ারের শেষ ঢেউ!
স্তব্ধ সব!!!!!


ফিরে গিয়েও ফিরে এল পৃথিবীর সবটুকু নীরবতা!
নিথর দেহটা শুইয়ে দিল মড়কের মর্গে!


তবুও...
না- জাগা রূপালী রাতটা রূপের গর্বে জেগে উঠল রূপোর কাঠির স্পর্শে
অপার অন্ধকারকে চোখরাঙিয়ে জ্বলে উঠল আলোর আনন্দ!
ভোরের পাখিটা ভরসা-ডানায় হাওয়ার হৃদয়ে ভর করে-
ডেকে গেল... উড়ে গেল...


একটা পৃথিবীর প্রনয়বশে বশীভূত ব্রহ্মাণ্ড!


সময়ের সরলরেখাটার বৃত্ত বৃত্ত খেলায় -
আবারো মেতে উঠবো অবিশ্বাস্য আত্মার বিশ্বাসে
আবারো জেগে উঠবো...


হয়তো হাজার বছর পরে!!!!!