কোন এক সোনালী দিনে তোমার-আমার আবার দেখা হবে,
আমায় হয়ত প্রশ্ন করবে "তুমি কেমন আছো?"
কী ভাবছ! বলব;তুমি হীনা হতাশায় আছি!
তুমি হয়ত কিছুটা অবাক হবে জেনে,
যে নীল তোমার কল্পনায় বিভোর আর
মত্ত ছিল তোমার ওই চাহনির প্রেমে,সে;
সে দিব্বি তোমাকে ছাড়া সুখের সাথে ভাব জমিয়েছে।


পরক্ষণেই হয়ত পুনরায় জিজ্ঞেস করবে "কী করো?"
"তোমায় হারিয়ে আফসোস করা ছাড়া কি আছে!"
কিছুটা হাসি পাচ্ছে বটে, কারন উত্তর-যে এটা নয়।
তোমায় ছাড়া কত দিন-সপ্তাহ-মাস কয়েক বছর হয়েছে,
কৈ আফসোসের মাঝে তো আর নিজেকে বিলিয়ে দেইনি
দেখতে-ই পাচ্ছো টিকে আছি ধরনীর পথে।


তবে হ্যাঁ,কখনো হয়ত ভাবায়; ফেলে আসা স্মৃতি
কান্না পেলেও কাঁদি না সুখের সাথে ভাব হয়েছে বলে!
আমাকে এভাবেই পথ চলতে হবে,
পৃথিবীতো হতাশা বা আফসোসের নয়,পৃথিবী
টিকে থাকার তাই টিকে থাকতে হয়;আর
টিকে থাকতেই হবে।
যেমন তুমি টিকে আছো নব দিগন্তের মাঝে।