জীবনটা !
ধূলো মাটি ময়লা
উরু উরু শৈশব
বিকেলের বৈভব
গোষ্পদে বরষা
কোন নেই ভ-রষা।
     কোন এক সন্ধ্যেবেলা
     প্রিয়ের কাছে বাঁচার চাওয়া
     নিষিদ্ধ রাতে নিষিক্ত হওয়া
     ভাষায় ভাষায় হারিয়ে যাওয়া-
এক জীবন
তখন -
একাকী শৈশব , একাতিল অনৈসর্গ যৌবন
গলগন্ড গলে বার্ধ্যকের শ্বাসাঘাত দিন
      আর এখন
ভুলে যাওয়া আঁতুড় ঘরে
পটে আঁকা নিঃশ্বাস
জেলখানা হয়ে লাসকাটা ঘরে
অবিমৃশ্যচারী এক নিবিড় বিষাদ।