ভেবেছিলাম তথাগত বুঝি এল আবার
হিংসাকে জয় করে যে চলে গেছে
নাকি লুকিয়ে কোথাও লজ্জাবনত!
জরা-ব্যাধি-মৃত্যুর অভিশাপ
জয় নাই তার জয় নাই,
তবুও ভিন্ন পথে ছিল
কোন এক বাঁচার আশ্রয়
মোক্ষপথে সে সুজাতা জীবন।
না না সে সব নয়
আমি তো অন্য কথাই বলি-
শীতাতপ নিয়ন্ত্রিত দেহ মনে
নিরুত্তাপ বিদেহী যন্ত্রনা।
       আাবার এসো ফিরে তথাগত
        জরা-ব্যাধি-মৃত্যু নয়
-কেবল একটি তোমার জন্য
স্বল্প এক পরিসরে
জীবনের দূরন্ত ক্যানভাস।