ওহ মেঘে ঢাকা বাতাস,
তুমি কতো ঠান্ডা, কত আরাম!
তোমার ছোঁয়ায় এই দুঃখি মন
আজ কিছুটা পেলো বিরাম।


এই বিষন্নতা ভরা দিনে আজ
তোমার স্পর্শ মনে জাগালো শিহরণ,
এই মরা মনে একটু হলেও জান ফুঁকে দিলো
তোমার ওই মর-মর কথার ধরন।


তুমি যেন ক্ষত মনের ক্ষতগুলা
নিলা তোমার ধাক্কায় বয়ে,
কত যন্ত্রনায় ছিলো এই মন আমার
কত কষ্ট যাচ্ছিলো সয়ে।


যখন ওই দুলতে থাকা পাতায় তাকাই
হারিয়ে যাই আমি তাদের শরীরদোলা নাচে,
কিছু সময়ের জন্য হলেও এই মনটা
কঠিন বাস্তবতা থেকে একটু বাঁচে।


তোমার ধাক্কায় চলে আসা মেঘগুলো যখন
বাস্তবতার ওই উষ্ণ সূর্যকে দেয় ঢেকে,
তখন আমার মনে চায় যেন সে নিজেকে
তোমার শিক্ততায় যায় চিরদিনের জন্য রেখে।


হে মেঘে ঢাকা বাতাস তুমি এসো বারে বার
যেও আমার উষ্ণ মনটাকে শিক্ততায় রেখে,
তোমার ওই শিতল করা ঠান্ডা বাতস দিয়ে
ছুঁয়ে যাও এই বিষন্ন মনের প্রতিটা বাকে বাকে।