হাটি হাটি পথের মধ্যে
যদি না থাকে কোন কাটার খোচা,
তুমি কি ভাবছো ওই পথ সহজ
চলতে অনেক মজা?


পথে পথে হাটার সময়
কাটাই না যদি থাকে,
সেই পথের গন্তব্য নাই
লক্ষ নাই পথের কোন বাকে।


পথের মাঝে অতি দরকার
সেই  সুক্ষ্ম তীক্ষ কাটা,
তাহলেই তো নতুন জ্ঞান এসে
মাথায় করবে বাসা।


চিন্তাশক্তি হবে বহুমুখি
বুদ্ধিশক্তি হবে ভালো,
জ্ঞানচক্ষু খুলে যাবে
দেখবে হরেক রকম আলো।


পথের কাটাকে ভয় করো যদি
পথ মশৃন হয়ে যাবে,
মশৃন পথে পারবে না হাটতে
বার বার পিছলইতো খাবে।


তখন গন্তব্য দুরে সরে যাবে
পারবে না পৌছতে নাগালে,
সাথে সাথে ব্যার্থতা হামলা করবে
নিবে তোমাকে কাছে আগলে।


তাই ভয় পেয়োনা ওই পথের কাটাকে
তাকে করে ফেলো জয়,
এই কাটাই তোমাকে দেখাবে
কিভাবে গন্তব্যে পৌছাতে হয়।