এই দুনিয়াটা ভরা দেখো
ভালোবাসার হরেক রকম রঙে,
কত শত জোড়া শালিক পাখির
বিচরন কত রঙবেরঙের ঢঙে।
এককে ছাড়া আরেক পাখির যে
বেঁচে থাকাটা হয়ে পরেছে দায়,
তারা যেন একে অপরে ঠোট কামরিয়ে
অনেক ত্রীপ্তিসহ আনন্দ পায়।


কিন্ত আমার কাছে এটা লাগে
নিছকই নিজের সাথে করা প্রতারনা,
এই জোড়া শালিক পাখির প্রেম
আমার কাছে শুধুই নষ্ট মনের তারনা।
শালিক পাখির প্রেমে দেখা যায় তো
শুধু স্বার্থের আর স্বার্থের মায়া,
স্বার্থটা ফুড়ায় গেলে রৌদ্রে ঢেকে যায়
তাদের ভালোবাসার মায়ার ছায়া।


এটাকে যদি বলো ভালোবাসা তাহলে
আমি করবো তোমার জ্ঞানের উপর প্রশ্ন,
ভালোবাসা তো সেটাই যেটায় স্বার্থ নাই
আর করে না শালিকজোড়াকে উষ্ণ।
এই স্বার্থবাজ দুপুরের মায়া ঘেরা দুনিয়ায়
শালিকের সাথে আর এক শালিকের কি মিল!
আজ এই উষ্ণতা ভরা শালিক জোড়ার মাঝে
সত্যিকারের ভালোবাসা খুজা বড্ড মুশকিল।