ঘুম কতো ঘুম আমার
ঘুমে চোখ আমার ভারি,
ঘুমাই গেলে এই পাপি দুনিয়ার
পাপ আমি দেখতে নাহি পারি।


চোখের পাতা বন্ধ যখন
চারদিক আমার অন্ধকার সমান,
যারা আছে সমাজে আলোর বেশে
তারা করছে অন্ধকারের জয়গান।


যেই যাচ্ছে মশাল নিয়ে
সত্যির আলো জ্বালাতে,
তারেই টানছে দেখানো সমাজ
ব্যাস্ত তাকে গহিনে নামাতে।


নেভানো মশাল হাতে নিয়ে
দিচ্ছে আলো জ্বালার আশা মিথ্যা,
আলোকিত হবে সমাজ আবার
এখন সবই লাগে কাহিনি কিচ্ছা।


তাইতো ঘুম ভালো গো ঘুম ভালো
দেখতে হয় না আমার কিছু,
ঘুমাই থাকলে নিশ্চিন্ত থাকি
ছুটি না নিভানো মশালদারের পিছু।


দুঃখ, কষ্ট দেখতে হবে না আমার
তাই বার বার ঘুমের কাছে আসি,
এই অন্ধকার যুক্ত আলোর সমাজে তাই
আমি ঘুমকে অনেক ভালোবাসি।