আলো বিচ্ছুরিত হোক সব
আমার মধ্যে দিয়ে,
করে যাবো এই অন্ধকার দূর
এই অল্প আলোই নিয়ে।


যদি না পাই সঙ্গি কাউকে
আমার সাথে করে করে,
তবে চলবো একা এই পথ
নিজেকে নিজের সঙ্গী বানিয়ে ।


যদি হয় এই পথ অনেক ভয়ানক
তবেও যাবো হয়ে নির্ভয়,
করবো শেষ এই কঠিন পথ
করবো এক বিজয় নির্ণয়।


হোকনা পথের কাটা সকল বাধা
পরাজিত করবো আমি সবাইকে,
কে আটকাবে আমার বিজয়,
কেইবা রুখবে বলো আমাকে?


অন্ধকারের নাই এত্ত শক্তি
আলোকে করবে রোধ,
আলো যখন ছুটে আপন গতিতে,
অন্ধকার পাবে না কোন পথ।


তো, দাও আমাকে একটা মশাল
যাবো এগিয়ে, দুর হবে কালো,
অন্ধকারের ভয় চলে যাবে তখন
জ্বালাবো আমি আপন আলো।