আমার স্মৃতির বইটা মনে নিয়ে
যখন দেখি তাহার পাতা উল্টিয়ে,
আহা কত স্মৃতি যে আছে মনে
কত স্বর্ণদিন আসছি পেছনে ফেলিয়ে।


কি সুন্দর ছিলো দিনগুলা
কত উজ্জ্বল ছিলো তখনকার সকাল,
ছিলো না কোন ভবিষ্যৎ দুশ্চিন্তা,
কত মজার খেলায় কাটতো বিকাল।


দাপটে বেড়াতাম বাড়ির উঠান
দৌড়া দৌড়ি করতাম সারাক্ষণ,
এখন কি অবস্থায় এসে পরলাম আমি
বার বার ফিরে যেতে চায় আমার মন।


রাতেও হতাম না নিস্তার আমরা
খেলতাম বন্ধুরা মিলে লোকচুরি,
অন্ধকারে দৌড়ে গিয়ে লুকাতাম
আবার মনে মনে ভয় পেতাম ভূতেরই।


কুত কুত ছিলো ভাই ব্যাপক খেলা
বাড়ির মেয়েরা ছিলো এতে পাকা,
আর আমরা একটু সুযোগ পেলেই
খুজতাম তাদের বিরক্ত করার মকা।


নদীতে কত সময় কাটাতাম আমি
লাফ দিতাম সেই উড়ার মেরে,
এখন নদীতে শুধু স্মৃতিই রয়ে আছে,
সেই দিনগুলা সময়যে নিয়েছে কেড়ে।


মা'র বকানিও ছিলো কত মধুর
শুনতাম চুপটি করে মন ভরে,
এখন তো বড় হয়ে গেছি আমি,
আর বকাঝকাও করেনা তেমন করে।


আরো কত স্মৃতি মনে পরে আজ
এখন যে পারি না ফিরে যেতে,
এতটা অনুভব তো করিনি তখন,
কিন্তু মনটা চায় আবার উঠতে মেতে।


যদি আল্লাহ কোন সুযোগ দিত আমারে
ভ্রমন করার পেছনে ফেলা আসা ভেলাকে,
অবশ্যই সুযোগটা হাতছাড়া করতাম না
ফিরিয়ে নিতাম জিবনে আবার ছোটবেলাকে।