সাদায় কালায় মারামারি করে
দ্বন্দের মধ্যে দ্বন্দ লেগে মরে,
সাদায় কয়, " ছিঃ! তুই তো কালা,
তর জীবনটা ষোল আনাই গেলো বিফলে।


লম্বায় খাটোরে ফুটবল ভাবে
"পায়ের নিচেই থাকবি;" ওরা বলে।
টুইনটাওয়ারের মত দেহটা নিয়া
কেমন দাম্ভিকতার সাথে চলে!


ধণী গরিবরে থু থু দেয়,বলে,
"তরা জন্মাইছিস কেন বলতো? "
অথচ, গরিব ছাড়া ধণীরা অস্তিত্বহীন,
ওরা বাদে ধণীরা কিভাবে চলতো?


কশাইয়ের ঘড়ে জন্মাইলে মেয়ে
ছেলের মা হয় না বিয়েতে রাজি,
ছেলে কিন্তু ভোগ করেছে বেধম
এখন কে ধরবে, মেয়ের জিবনের বাজি?


বড়লোকের মেয়ের সরকারি সরকারি চাই
সেটা বুইড়া বেডা হইলেও ভালো,
ওমা!সরকারি চাকুরিজীবী,সোনার হরীন।
সমাজের অদ্ভুত আচরন না এটা,বলো?


তৃতীয় লিঙ্গের কথা কি আর বলবো,
এমনটা হওয়াই যেন অন্যায় খুব!
নারীরা কিছুটা সম্মান করলেও
ছেলেদের কাছে তারা বেশ্যার রূপ।


মা'র উদরে থেকেই পাপিষ্ঠ  আমরা
কোন নেক আছে কি সমাজের বুকে?
যদি জাতি হয় আলোকিত,অবশ্যই হবে
নয়তো, মরবে দেশ এই পাপের দুঃখে।