ঔইজে দেখা যায় দেখো
দূর আকাশের তারা,
কি সুন্দর মিটি মিটি
জ্বলে রাত সারা।


মন যখন খারাপ থাকে
তাকাই তারার দিকে,
দুঃখ কষ্ট, বেদনা সব
যেন হয়ে পরে ফিকে।


সব যেমন পুড়ে ছাই হয়
তারার ওই জ্বলন্ত আগুনে,
মনে যেন নামে আনন্দ সুখ
নতুন এক ফাগুনে।


যেন পায় মন নিজেকে আবার
অন্য রকম করে খুজে,
যেন নতুন সত্তা বাসা বাধে
এই মরুময় দেহের মাঝে।


যেন বলে, ভুলে যাও দুঃখ সব
নিজেকে নতুন করে পেতে,
ঝেরে ফেলো কষ্ট, মুছে ফেলো গ্লানি
তারার মত জ্বলে উঠো আপন শক্তিতে।


কি অদ্ভুত সৃষ্টি রহমানের এগুলো
কত কোটি মাইল দূরে থাকে,
তারপরও অজানা শক্তিতে তাঁরা
স্পর্শ করে যায় মনের প্রতি বাকে।