মানুষ তোমরা এখন অনুভব করো
ওই বন্দি পাখিগুলোর অনুভুতি,
মানুষ তোমরা বুঝে নাও এখন
তাদের বাহিরে যাওয়ার ওই আকুতি।


রেখেছিলে তাদের দিনের পর দিন
ছোট্ট ছোট্ট খাচায় বন্দি করে,
একটি বারও চেষ্টা করো নি বুঝতে
তাদের কষ্টটা জিবনের তরে।


তোমাদের বানানো খাচায় ছিলো বন্দি
তাদের বিশাল আকাশ ও বাতাস ,
ওই খাচা থেকে তারা ছুটতে পারে নি
পায়নি একটু স্বাধীন জীবনের অবকাশ।


এখন কেমন বোধ করছো বন্দি মানুষ
দেখো কেমন অসহ্য যন্ত্রণা লাগে,
বোধ করো এখন বন্দি থাকলে
বাহিরের আকুতি কিরকম যাগে!


একটু চেনা মুখ না দেখলে বুঝো
কতটা নিজেকে লাগে অসহায়,
কি করবা এখন ঘড়বন্দি মানুষ?
খাচাবন্দি পাখিগুলোও এমন নিরুপায়।


জানিন, এখন তাদের ছাড়া পাওয়ার
কোন সুযোগ কি মিলে গেলো?
ছাড়া পাবে না জানি, তারপরও খুশি
মানুষ আটকা দেখে ওই বন্দি পাখিগুলো।