দেখেছো কি কখনো আকাশের তারা
আকাশ থেকে পতিত হতে?
আমি দেখেছি কয়েকবার
তাকে নিচে পরে যেতে।


চিন্তা করেছো কি এই পতনের
মিল কোথায় আর আছে?
আমি চিন্তা করে দেখেছি এটা
আমাদের চরিত্রের অনেক কাছে।


যখন চরিত্র ভালো থাকে তার
ওই ধ্রুব তারার মত,
কত লোক ভালো বাসে তাকে
সম্মান করে দেখো কত।


লাখো লোক তাকে নেতা মানে
লাখো লোক করে মাণ্য,
লাখো লোক তার পাশে থাকে
জীবনটা তার হয়ে যায় ধণ্য।


কিন্ত চরিত্র তো পতিত তারার মত
কখন যে যায় পরে,
কখন যে মানুষ ভুলে যায় তাকে
কখন যে অপছন্দনীয় যায় হয়ে।


বিতাড়িত হয় সমাজ থেকে
বিতাড়িত করে দেয় দেশ,
মান-সম্মান হারিয়ে যায় নিমিষে
কুল কিনারা হয় নিঃশেষ।


তাইতো উচিত হওয়া সবার
ঠিক ওই সূর্যের মত,
রবে চিরদিন অপরিবর্তিত
জ্বলবে বছর কোটি শত।