যখন উড়বে পতাকা আমাদের
শান্তির ছায়া ঘনীভুত হবে,
যখন উড়বে পতাকা আমাদের
আশান্তি দেশ ছেড়ে পালাবে।
অত্যাচার অনাচার যত চার আছে
করবাইতো তোমরা, ইচ্ছা মত করো,
আমরা আমাদের পতাকাটা সেলাচ্ছি
অত্যাচারিরা একটু ধৈর্য ধরো।
মহান রব্ আমার বলেছেন আমাদের
"দাও কিছুদিন তাদের অবকাশ"
তাইতো অসুবিধার মাঝে বসে আসি
ফেলছিনা দূর ভবিষ্যতের দীর্ঘশ্বাস।


কিন্তু যখন সেলাই শেষ হবে আমাদের
মনে রেখো হে অত্যাচারি জাতি,
থাকবে না তোমাদের কোন শক্তি তখন
কাহিনি পাল্টে যাবে রাতা-রাতি।
ভেবো না তোমরা দেখে তোমাদের উচ্চ পতাকা
তোমরাই এই ভুবনে জিতে গেছো,
আরে বোকা জাতি তোমরা ঘোর অন্ধকারে
তোমরাতো পরাজয়ের দিন গুনছো।
সেলাই শেষে যখন আমরা সবাই মিলে
ধরবো আমাদের পতাকার হাল,
নিঃশেষ হবে তোমাদের অত্যাচার
আর বিছাবো আমরা শান্তির জাল।