মুহূর্ত তোমার যত
ভিড়ছে আমার আনাচে,
প্রবল ঝড়ে কাঁপছে গরাদ,
শূন্য তবে করবে আমার বাস,
ও মেঘ, তুমি দূর আকাশের নীল,
তুমি দূর আকাশের রানী,
কেন বৃথা ঝঞ্ঝা এ দীনের কুটিরে,
প্রেম তব ঐ মাগিছে পবন,
বিলাও তারে আপ্রাণ,
তোমার ভালোবাসা সহিতে কি
পারে এ অনাথ খ্যাপা!