জীবনের প্রত্যেকটি স্টেশনে
ট্রেন যখন চলে গেছে
তখন আমি পৌঁছেছি!


ফুলের সুবাস নেওয়ার সময়
ফুল শুঁকেও দেখি নি,
আজ হা-হুতাশ করে কি হবে!


দীর্ঘ গাথা এই হতাশার,
সকলকে মূল্য দিতে গিয়ে
নিজেই কখন মূল্যহীন হয়ে পড়েছি!


বলার সময় চুপ করে থেকেছি,
আর যেখানে চুপ থাকতে হয়
তখন বোকার মতো বকেছি!


আগে লজ্জায় ভুগেছি,
পরে লজ্জা হীনতায়!


আগে অজান্তেই অহংকারী হয়েছি,
পরে মিশে যেতে গিয়েও
মিশতে পারিনি!


অনেক ভুল করেছি,
তার মূল্য ও দিয়েছি,
কিন্তু শিখিনি কিছুই!


অবিরাম পড়ে গেছি,
কিন্তু বই টার নাম টাই
দেখা হয়নি!


আ লিখতে না শিখে
আম লিখে ফেলেছি,
পরে আ শিখেছি!


সকলের কাছে প্রশংসা
যেন ভুয়ো অহংবোধ
বাড়িয়ে চলেছে!


মনের দ্বারা পরিচালিত হয়েছি,
মস্তিষ্ককে বাক্সে পুড়ে রেখেছি!


দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছি,
নেশা আমায় আলিঙ্গন করেছে!


চিন্তা শূন্য হয়েছি কতবার,
ভাবনার যেন সব শেষ,
সহজ হিসাব ও যেন ভুলে গেছিলাম!


সকলকে উপদেশ দিয়েছি,
অথচ নিজেই সেসব
পালন করা হয়ে ওঠেনি!


ঈশ্বরে বিশ্বাস করেছি,
কখনো নাস্তিক হয়ে
নিজেকে ঈশ্বর ভেবেছি!


নিজেকে খুবই কষ্ট দিয়েছি,
আজ বুঝি,
চোখের জলের মূল্য
কেউ দেয় নি!


কেউ কি দেয়!