আমার একটা মাত্র ভাই, আজ দুনিয়াতে নাই।


         মন রে কি দিয়ে বোঝায়
          আমি কি করে বোঝায়।


ভাই আমার মইরা গেছে, বুকে কষ্টের পাহাড় নিয়ে।
দিন রাত কষ্ট করে, মুখে দিত খাবার তুলে।


নিজের ভালোবাসা বিসর্জন দিলো, আমার লেখা পড়ার জন্য,
আজ আমি বড় অফিসার, ভাইয়ের আজ জীবন ধন্য।
কি করিলে শোধ হবে ভাই, আমার এই ঋণের বোঝা?
তোমার ঋণ শোধ করা ভাই আমার পক্ষে নয়তো সোজা।


ছোট বেলায় বাপ মরিলো, মা বিছানায় অসুখে,
দিনভর ভ্যান চালিয়ে খাবার আনতো বাড়িতে।


নিজের লেখাপড়া বন্ধ করল টাকার অভাবে,
আজ খাটিয়া কাঁধে গোরস্থানে নিব কেমন করে।
ভাই আমার মইরা গেছে বুকে কষ্টের পাহাড় নিয়ে।