সন্ধ্যা নেমে এলো চারিদিকে,
সবাই ফিরে এলো যার যার নিলয়ে,
প্রতিটি ঘরে প্রদীপ জ্বেলেছে গৃহিণী,
শুধু একটা নিলয়ে সন্ধ্যা প্রদীপ আজো জ্বলেনি।


নিবাসে আশ্রয় নিয়েছে সবাই
শূন্য নিলয়ে তবু কারো দেখা নাই।


গৃহের প্রদীপ অবিরাম জ্বলে
নিভিত নিলয় কেঁদে বলে
আসবে কি কোন মহতী ছুটে
নিকেতনে দিবে প্রদীপ জ্বালিয়ে,
শূন্য ঘরে প্রদীপ জ্বেলে
সাজিয়ে গুছিয়ে দিবে তাকে,
চোখের জল চোখে শুকিয়ে
বুকের ব্যথা বুকে চাপিয়ে
অপলক দৃষ্টিতে তাকিয়ে
একা একা কেঁদে যায়,
শূন্য নিলয়ে আজও কোন প্রদীপ জ্বলে নাই।


গভীর রাতে পুব আকাশে উঁকি দেই ইন্দু
চন্দ্রিমার আলো ছড়িয়ে যায় বিন্দু বিন্দু।
চাঁদ ও যেন শত্রু হয় নিকতনের
এক ফোটা আলো যেন পড়েনা চাঁদের ।


রাতের পর রাত এভাবে কেটে যায়
শূন্য নিলয়ে আজও কোন প্রদীপ জ্বলে নায়।
এমনি করে চলতে থাকে দিনের পর দিন
নিভিত নিলয় একা একা কাঁদে রাত দিন।