রাত্রিবেলার সন্ধ্যা তারায় তোমার কথা ছড়িয়ে আছে,
লালচে আকাশ তোমায় নাকি ভীষন রকম ভালোবাসে।
বারান্দাতে দাড়িয়ে থাকো রোজ কি তুমি গভীর রাতে,
তোমার ছোঁয়ায় জোনাক পোকা সাত রাজার ধন পায় যে হাতে।


তোমার হাতে পড়িয়ে দিবো শব্দে বাজা কাঁচের চুড়ি,
নীল যে তোমার পছন্দ তাই আজও আমি নীলই পড়ি।
এই শহরের সবাই জানে গোলাপ কিংবা পাখির গানে,
আমিই সবচেয়ে ভয় পেয়ে যায় একটু তোমার অভিমানে।


নীল রং
মো পারভেজ হুসেন