জানো, কতদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না আর,
আকাশের কালো রঙ আমাকে আকৃষ্ট করে না,
কালো কালো ছাপ ফেলে মনের ভিতর,
নিজেকে খুব অসহায় মনে হয়।
আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম?
ইচ্ছে ছিলো তোমার পাশে থাকবো সারাজীবন,
ধরে থাকবো তোমার হাতটা।
তোমার খোঁপায় গুঁজে দিবো পদ্মফুল,
পাশাপাশি হাটবো দুজন,
বারান্দায় দাড়িয়ে বৃষ্টির ফোটা সস্পর্শ করবো।
এখন তো সবকিছু কল্পনা হয়ে গেছে।
বছর ঘুরে বৃষ্টি আসলেও তুমি আসো না।
নিজের সুখ খুঁজে নিয়েছো তুমি।
তোমার মায়াবী চাহনি আজো ভুলতে পারি না,
আমার ভালোবাসা নিখাদ, চাওয়াহীন ছিলো,
তুমি তা বুঝনি?
বৃষ্টিতে ভেজার সময় তোমার চুলে হাত বুলিয়ে
দেওয়ার দৃশ্যটা খুব মনে পড়ে।
জানো, আমি আজো অপেক্ষায় আছি,
আবার একসাথে বৃষ্টিতে ভিজবো বলে।



(বিরহপ্রবাহ)
(শুভ্র আকাশ)