আমি তাকে নিয়ে যতটা না ভাবি
তারচেয়েও বেশি এটা ভাবি যে,
একসময় পূর্ণ অধিকার নিয়ে একজন পুরুষ তাকে স্পর্শ করবে,
অথচ তখনো আমি জীবিত থাকবো।
তখনো আমি কবিতা লিখবো, গান বানাবো,
বাবরি চুলে, খোঁচা খোঁচা দাড়িতে পাগল হবো।
নীল আকাশে তাকিয়ে তাকিয়ে স্বপ্নগুলো আউরে যাবো।
সন্ধ্যা হলে নদীর তীরে বসে বসে স্মৃতিগুলো মনে করে
চোখের জলে গাল ভিজাবো।
মুক্ত বাতাস উপমা করে মন খারাপের সঙ্গী হবো।
রাত্রি হলে তারার সাথে আড্ডা প্রহর মাতিয়ে রবো,
অনন্তকাল তোমার হয়ে চাঁদের কাছে তোমায় নিয়ে গর্ব করবো।
তখন তুমি অন্য কারো স্বপ্নগুলো রঙিন করবে,
আমি ভীষন ফিকে রবো,
আমি ভীষন ক্লান্ত রবো।
একটা সময় ফুরিয়ে যাওয়া আয়ু নিয়ে খুশি হবো,
মুচকি হেসে তখন তোমায় না জানিয়েই হারিয়ে গিয়ে
তোমার দু ফোটা চোখের জলের কারণ হবো।