আর কতকাল দাসত্বের ওই
শিকলবন্দী থাকবো মোরা,
লুটিয়ে চু্ষে খাচ্ছো সবি
ধরছো চেপে মোদের গোঁড়া।
তোমার মতো চলছো তুমি
আমরা যেন কেউ না দেশের,
শ্রদ্ধাবোধকেই ধ্বংস করেই
বলবো এবার কথা মনের।
ভেবেছো কি কাপুরষ মোরা
বলবে যেটা মেনে নিবো,
আমরা যুবক শান্তি-প্রিয়
গর্জে উঠলে জান যে দিবো।
একের পর এক করছো খেলা
মানবো বলো আর কতকাল,
বুঝে গেছি এদেশ মোদের
তোমরা শুধুই শুধু জঞ্জাল।
লজ্জা লাগে রক্তে কিনে
এনেছিলো চোর নেতাদের,
মানবো না আর লাত্থি দিয়ে
ভাঙবো শিকল এই দাসত্বের।