আমি প্রতিবাদী সেনা অন্যায় দেখে বিদ্রোহে উন্মুখ,
আমি বীরদর্পে এগিয়ে চলি পেতে দিয়ে নিজ বুক।
আমি কারো হুমকির পরোয়া করিনা পিছুটান মোর নাই,
আমি শৌর্যের সাথে ধৈর্য্যের সাথে ছুটে চলি সাঁই সাঁই।
আমার লক্ষ্য হলো এই দেশ হতে অন্যায় দূর করা,
যত শোষক আছে তাদের বিরুদ্ধে ফের প্রতিরোধ গড়া।
যত চেলা চামুণ্ডার আবাস যেন আমার সোনার দেশে,
আজ চারদিকে শুধু উল্লাসে মাতে ভীনদেশী তার রেশে।
যেন সোনার দেশটা কয়লার দামে নিয়েছে কিনে তারা,
আজ আমরাই যেন তাদেরই ভয়ে হয় রোজ দিশেহারা।
কিছু বলতে গেলে মুখ ফুটে তাও যায় না এখন বলা,
দেখি চলছে এখন সবদিকেই তো ধরপাকুড়ের খেলা।
আচ্ছা আমি বললে কথা গায়ে লাগবে কেন তাদের,
শুধু তারাই দেশের নাগরিক না আমিও এই দেশের।
দেখি চোখের সামনে ভীনদেশীরা খাচ্ছে লুটে পুটে,
আবার বলতে গেলে সত্য কথা দেশদ্রোহী ট্যাগ জুটে।
এ কোন নিয়ম বলতো রে ভাই এ কোন নিয়মনীতি,
এখন নিউজপেপার পড়লে দেখি শুধুই স্বজনপ্রীতি।
চলে অমুক নেতার ভাই হয়েছে অমুক নেতার জামাই,
এখন বাংলাদেশে জনগন কম বেশি পাতি নেতায়।
আবার শান্তি মতো যায় না লেখা গনতন্ত্রের কথা,
শুধু সংবিধানেই লেখা এটা বাস্তবে তা বৃথা।
আমি কবিতা দিয়ে আগুন ছড়াবো পণ করেছি তাই,
আমি কারো হুমকির পরোয়া করিনা পিছুটান মোর নাই।