কখনো ভিজেছো নাকি - আহা!  এমন সোনার প্রান্তরে,
কলমিলতা শাক,কচুরিপানা সব মিশে একাকার,
একপায়ে দাঁড়িয়ে বক দেখে যায় রুপ বাংলার ,
হালকা বাতাসে কত আমের মুকুল যায় ঝরে।
গ্রীষ্মের মধুমাসে ফুলে আর ফলে দেশ গিয়েছে ভরে,
ঘুঘুরা তাড়িয়ে বেড়ায় ছুটে চলে কাকের পিছনে,
বৃষ্টির ছোঁয়া পেয়ে দেশ যেন ঢেকে গেছে সবুজ ঘাসের আবরণে,
খুঁজে কোথা পাবে এমন বিজন ঘাসের দেশ পৃথিবীর পরে।
স্বপ্নরা মিশে আছে আজো এদেশের প্রতি কাশফুলে ফুলে,
বাংলার পাখিরা, হটহট্টি হেঁটে বেড়ায় এ নদীর তীরে,
কত অপরুপা হেঁটে বেড়ায় এ জলের প্রতি অনু নীড়ে,
কত অনুরোধ মিশে থাকে হাতিরশূড়,শিমুলের মূলে।
কাক ডাকা ভোর যেথা হুল্লোড়ে থাকে মশগুলে,
ঘুম ভেঙে চেয়ে থাকি একটানা শুকতারা পানে,
কাঁঠাল, জারুল, হিজল কত ভালোবাসি আমি তাহারাও জানে,
কৃষ্ণচূড়া তুলে কিশোর গুঁজে দেয় কোনো এক কিশোরীর চুলে।