তুমি যাকে ভালোবাসো, সেও যে তোমাকে ভালোবাসবে এই ধারণা নেহাৎ ছেলেমানুষী। তুমি ভালোবাসলে বলে যে তাকেও ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই।
তুমি তোমার প্রিয় মানুষটির জন্য সবকিছু করতে পারো। সে রাত বারোটায় আইসক্রিম খেতে চাইলে তুমি সবকিছু ভুলে তাই নিয়ে হাজির হও। সে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে বলে তুমি প্রতিনিয়ত তাকে নিয়ে ঘুরে বেড়াও বিভিন্ন রেস্টুরেন্টে। সে গোলাপ পছন্দ করে তাই প্রতি সপ্তাহে তিনবার তার জন্য গোলাপ কিনে নিয়ে আসো। অথচ তুমি জানলেই না সে কি আদৌ তোমাকে ভালোবাসে কিনা?  সে তোমাকে তোমার মতো গুরুত্ব দেয় কিনা। তোমার মন খারাপে তার মন খারাপ হয় কিনা?  তুমি আনন্দিত হলে সেও আনন্দিত হয় কিনা?  


এই প্রজন্মের ভালোবাসাগুলো হয় লোক দেখানো। দেখা গেল তুমি যার জন্য পাগল, যার জন্য এত কিছু করো, সেও অন্য কোনো মানুষের জন্য পাগল। তোমার দেওয়া গোলাপটি সে নিয়ে দেয় আরেকজনকে।
সত্যি বলতে কি জানো, ভালোবাসা আপেক্ষিক। বারবার পরিবর্তন হওয়ায় যার ধর্ম। নেহাৎ বোকার মতো আপেক্ষিক কোনোকিছুর জন্য নিজেকে বিলিয়ে দিও না। নিজেকে ভালোবাসো। এই ভালোবাসাকেই পৃথিবীতে সত্য ভালোবাসা বলে।



না বলা কিছু কথা ০১
মো পারভেজ হুসেন