সভ্যতার কষাঘাতে সব দেশ রুপ তার হারিয়েছে হায়,
হারিয়েছে গ্রিস তার বুকে থাকা স্বর্ণের খনি,
খুঁজে পাবে নাকো আর স্বপ্নের রাজ্যের সেই নাগমণি,
সিন্ধু তো নাই আর বেবিলন পুড়ে আজ হয়ে গেছে ছাই।
পৃথিবীর পথে তুমি ঘুরে দেখো ইচ্ছে মতো,
কোথাও বিজন ঘাস গল্পে মাতে না আর বাংলা ছাড়া,
চাঁদের আলোর মাঝে নদী জল হয় না কোথাও আর এত দিশেহারা,
জনরব ভেদ করে দেখতে পারো তুমি পৃথিবীর পথে অবিরত।
ক্লান্তিতা ছেয়ে গেলে দেখে যেও সাদা সাদা হাঁসেদের সাঁতার,
কিংবা কোকিলের ডাক বসন্তের পরিবেশ সে কি সুমধুর,
পৃথিবীর পথে খুঁজে পাবে নাকো তুমি কভু এই এক সুর,
এই সুর খুঁজে পাবে পথে আর প্রান্তরে এই বাংলার।
সভ্যতার সৌন্দর্য নেই আর পুড়ে ছাই হয়ে গেছে শেষে,
পৃথিবীকেই খুঁজে পাবে বাংলার এই দেহে খুঁজে যদি দেখো তুমি এসে।


কবিতা : পৃথিবীর পথে তুমি
কাব্যগ্রন্থ: সুরভিত সবুজ বাংলা (অপ্রকাশিত)
কলমে : মো পারভেজ হুসেন