এই যে আর কখনো অধিকার দেখায়নি,
মন খারাপ হলে আপনার দ্বারস্থ হয়নি,
কখনো কি শূন্যতা অনুভব করেছিলেন?
সন্ধ্যা রাতের চাঁদ, নির্জনতার ছবি
মন খুলে আর দেখতে পেরেছিলেন কখনো?
কখনো কি ভাবতে পেরেছিলেন
একদিন আপনারও মন খারাপ হবে?
একদিন আপনার খুব করে কান্না পাবে?


আচ্ছা মন খারাপ হলে কি করেন এখন,
আগের মতোই না খেয়ে থাকেন বুঝি,
নাকি ঘরের দরজা বন্ধ করে নিশ্চুপ শুয়ে থাকেন।
এখন বুঝি কেউ রাগ ভাঙ্গানোর চেষ্টা করে না,
কেউ বুঝি বলে না ভালোবাসি তো,
রাগ করে থাকবেন না প্লিজ।
আপনি রাগ করে থাকলে আমার যে কিচ্ছু ভালো লাগেনা।
ভালো লাগে না পাখির ডাক,
উদ্দীপ্ত সময়ের হাতছানি,
কিংবা গোধূলির আকাশে সূর্যের লালিমা।
জানেন তো প্রকৃতির হিসাবে কোন ছাড় হয় না,
হয়না স্বজনপ্রীতি কিংবা চাহনির মোহের মাদকতা।
হয় শুধু উল্টো পথের সাক্ষাৎ।
আমরা যাকে বলি রিভেঞ্জ অফ নেচার।