কবিতাংশ : প্রতিবাদী মহাবীর
কাব্যগ্রন্থ : অগ্নিশিখা ( অপ্রকাশিত)
কলমে : মো পারভেজ হুসেন


আমি বিদ্রোহী চোখে তাকিয়ে দেখি হে
  প্রতিবাদী মহাবীর,
আমার হাতে পায়ে বেঁধে লাভ নেই
   আমি ছিড়ে ফেলি জিঞ্জির।
আমার চোখে আঙুল দিয়ে কথা বলবে
  এত হে তোমার জোর,
আমি জালিমদেরকে মাটি চাপা দিয়ে
    ফের আনবো নতুন ভোর৷
আমার সম্মুখে আমি আশীবিষ ছড়ায়
     সব সন্ত্রাসীদের তরে,
কাপুরষ সব শুনে রাখ এই ধরণীতে বীর
  একবারই তো মরে।
আমি যেদিকেই যাবো ছিঁড়ে ফেলে দিবো হে
  অনিয়ম যত আইন,
আমি নজরুলের ওই বজ্রকণ্ঠ বিদ্রোহীর সে
  ভীম ভাসমান মাইন।
আমি উৎপীড়িতের চিৎকার শুনে যে আর
  থাকতে পারি না ঠিক,
আমি দিকে দিকে হওয়া শান্তির সুবাতাস
  আমি শুধু সঠিক।
পৃথ্বীতে যত দূর্নীতি আছে হে ধ্বংস করবো
  আনবো সুখের বাণী,
আমি মহাসত্য, মহাবিদ্রোহী আমি শত্রুদেরকে
  সুপথে আনতে জানি।।
( সংক্ষেপিত)