পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্বপ্নগুলো।
ইচ্ছের ফানুসটা বারবার নিভে যায়,
আগুনের লেলিহান শিখা গ্রাস করে তাকে,
সইতে পারে না বিদগ্ধ অগ্নির চাহনি।
হাজারো মায়ের ইচ্ছের সমাপ্তি ঘটছে,
বৃদ্ধাশ্রমে উপচে পড়ছে বয়স্কদের ভিড়ে।
শেষ বয়সে একেমন পরিণতি?
ইচ্ছে ছিলো কত সুখে থাকবে তারা।
সারাজীবন ধরে আগলে রাখা
সঞ্চিত ধন বেঈমানি করলো।
কি বলবো এই সন্তানদের?
নর/পিশাচ নাকি কুলা/ঙ্গার।
বিধবা মায়ের চোখের পানির কোন দাম নেই আর।
সন্তানের সুখের জন্য করেছে কত কষ্ট,
মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে এক মুঠো ভাত
সন্তানের মুখে তুলে দিবে তাই।
হাজারো স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
মানুষের নৈতিকতার কাছে হেরে যাচ্ছে সকল আশা,
             ভালোবাসা,
             চাওয়া পাওয়া,
             শেষ বয়সের শান্তি।।