বি দ্র : কবিতাটি লেখার সময় প্রাণীবিজ্ঞান বইটি সামনে ছিলো তাই কবিতাটি একটু ইউনিক টাইপের হয়ে গেছে। ভাবতেছি প্রাণীবিদ্যা দিয়েও কবিতা লেখবো এখন থেকে।।
---
আমি আজন্মকালের জন্য নশ্বর পৃথিবীর একজন অমানুষ বটে,
নিজের সাথে যুদ্ধ করে করে বড় হয়ে উঠেছি৷
তবে নিজেকে কখনো প্রাধান্য দেইনি।
ভাবিনি কি করলে আত্মকেন্দ্রিক হওয়া যাবে৷


আজকের পৃথিবীতে আমাদের কোনো জায়গা নেই,
জায়গা নেই সভ্য মানুষের আবাসস্থলে।
ওখানে তো পরিচয় পরিবর্তন করা অমানুষেরা থাকে।


আচ্ছা মানুষ কি এখনো ক্ষুদ্রতম সুর্নির্দিষ্ট জীবগোষ্ঠী?
অথচ হোমো সেপিয়েন্সের জেনেটিক একক বিকৃত হয়ে গেছে।
অঙ্গসংস্থানিক মিল ছাড়া আর কিছুই খুঁজে পাই না আমি।
কেউ কি বলতে পারবে  হোমিনিড গোষ্ঠীর এই প্রজাতি এমন কেন হলো?


আসলে মানুষ এখন অস্থায়ী পরজীবি।
স্বার্থ ফুরিয়ে গেলে নিজেকে সরিয়ে ফেলে ফিস লাউসের মতো।
হোমো সেপিয়েন্সের আদিম প্রাণীগুলো কেমন ছিলো জানতে ইচ্ছে করে খুব,
তারাও কি এমন ছিলো?
বর্ব,র, খু,*নী, ধর্ষ*ক অথবা প্র*তারক।


কখনো টাইম ট্রাবেলের সুযোগ হলে
আমি আজ থেকে ২ লক্ষ বছর পূর্বে ফিরে যেতাম।
সেখান থেকে ফিরে আসতাম বোতসোয়ানা দ্বীপে কিংবা লেক মাকগাডিকাগাদিতে।
তারপর ফিরে এসে মানুষের নতুন নাম দিতাম
সৃষ্টির বদলে যাওয়া একমাত্র "জঞ্জাল"।


সৃষ্টির বদলে যাওয়া একমাত্র "জঞ্জাল"
মো পারভেজ হুসেন