হোক না আজ বসন্ত
/             বৃষ্টির কথা বলব,
/হোক না অনেক দূর
/          চাঁদের ছবি আঁকব।
/হয়তো অনেক কথা
/         আকাশ পথে ভাসে,
/হয়তো অনেক পাখী
/        তোমায় ভালোবাসে।
/যদিরে পাখী তুই
/             উড়েই যেতে চাস্,
/উড়িয়ে দিলাম তোরে
/             যেথায় খুশি যাস্।
/ক্লাসের মাঝে আঁকা
/              পুরনো পরিমিতি,
/তোকেই দিলাম আজ
/            আমার যত স্মৃতি।
/হয়তো শুধুই দেখা
/             কথায় বাক্যিহারা,
/হয়তো চেনা জানা
/             শুধুই জেতা হারা।
/হোক্ না আজকে যতই
/          তোমার আমার ভুল,
/হোক‌্ না নকসী বেণী
/            তোমার এলো চুল।
/তুই যে হলি তুমি
/            হঠাৎ দিনের শেষে,
/আমায় দিলাম তোকে
/         তোমায় ভালোবেসে।