আপনাকে দেখার পর
আমি আর কিছুই দেখিনি,
সকাল দেখিনি, বিকেল দেখিনি
দেখিনি সন্ধ্যা রাত, রাতের তারা।


আপনাকে দেখার পর
আমার আকাশ দেখাও হয়ে উঠেনি,
আমি আকাশ দেখলে কেবল আপনায় দেখি
দেখি আপনার অবয়বে তুলো মেঘগুলোর ভেসে যাওয়া।


আপনাকে দেখার পর এমন হয়েছে যে,
আমি সবকিছুর মাঝে কেবল আপনাকেই দ্যাখতে পাই।
সবকিছুতেই আপনার ছায়া খুঁজে পাই,
সেটা সূর্য হোক কিংবা রূপালী চাঁদ অথবা নিরেট আঁধার।