একদিন আমি হারিয়ে যাবো,
তুমি বুঝে উঠতেই পারবে না কি' থেকে কি হয়ে গেলো।
আমি হয়তো সেদিন অনেকটা জমানো
অভিমান পুষে রাখবো কিংবা অনেকটা রাগ;
আমার তোমার সাথে সেদিন রাগ করবো
কঠিন রকমের রাগ!
সেদিনের পর আমি হারিয়ে যাবো
আমি আর ফিরবো না। কখনোই না...
ফিরবো না তোমার খেয়ালে, তোমার জানালার গ্রিলে
ঝুল বারান্দায় দাঁড়িয়ে দূরের ঐ ল্যাম্পপোস্ট এর ধারেও
আমাকে তুমি খুঁজে পাবে না।
আমি শহরতলী থেকে নিখোঁজ হবো,
সেদিন তোমার রাগগুলোকে জিতিয়ে দিয়ে আমি চুপচাপ চলে যাবো
কখনো পা বাড়াবো না তোমার হৃদপাড়ায়-
তুমি খুউব কান্না করেও তোমার আশপাশে আমি নামক মানুষটার
ছায়াও দেখতে পাবে না, সেদিন সত্যিই আমি চলে যাবো...