ভালোবাসি বলা'টা জরুরী না
কিংবা ভালোবাসা'টাও জরুরী না,
এখানে কোন কিছু'ই জরুরী না
এখানে জরুরী শুধু অনুভবের অনুভূতি;
জরুরী তুমি কত'টা আমাতে মিশে থাকো
কিংবা আমি কত'টা তোমার স্পর্শে থাকি।
আমাদের এক'ই সময়ে আকাশ দেখা
এক'ই সময়ে একে অপরকে ভাবা,
এখানেও কী ভালোবাসা নেই?
ভালোবাসা'টা পান্তাভাতের নুন-মরিচের মত!
যেন, একে অপরের পরিপূরক।
ভাবনাহীনতা যেন সবকিছু'ই পানসে লাগে।
ভালোবাসি বলতে হবে এমন কোন কথা নেই,
এই মাঝেমধ্যে একটু-আকটু খোঁজ নেওয়া,
বেলাজুড়ে গল্প করা, কল্পনায় হারিয়ে যাওয়া,
নিয়মিত ঔষুধ খেয়েছ কী'না জিজ্ঞেস করা
কিংবা অবেলার পাগলামিতে বকা দেওয়া।
আসলে এখানে ভালোবাসি বলা'টা জরুরী না
কিংবা ভালোবাসা'টা জরুরী না,
এখানে ভালোবাসা খুঁজে নেওয়া'টাই জরুরী।