অবলোকন ভুলে যে বিহ্ববল মায়ায়
আমরা আকৃষ্ট হই সেটার কোনো নিজস্বতা নেই।
আমরা অনেকটা রাজকীয় শখ পোষার অজুহাতে
বিলাসীতায় মাতোয়ারা হই!
বস্তুত আমাদের জানা নেই কদমগুচ্ছের দিনিলিপি কেবল-
বর্ষায় মানায়; সবকিছুর'ই একটা নিজস্বতা থাকে!
শুধু বিহ্ববল মায়ার কোনো নিজস্বতা নেই।