দেবী,
একটা জ্যোৎস্না রাত।
বিলাসী দুটি মন সমুদ্র পাড়ে বালির কাথায় শুয়ে
অনাগত ভবিষ্যৎ গল্পের খামখেয়ালিতে মত্ত।
নীল আকাশ, সমুদ্রের ঢেউ, চাঁদের আলো,
মনঃপুত হিমেল প্রবাহ,
চোখের আকাশে হাজার কোটি স্বপ্ন।
আড়াআড়ি চোখে চোখ পাতে কামুক চাহুনী।
মুহুর্ত্বের মধ্যে তোমার গোলাপরাঙা ঠোঁটে
ঠোঁট চুবিয়ে চুমুতে ভরে দিবো কিছু আদ্র মুহুর্ত্ব।
স্মৃতিময় স্মরণীয়।
এতো সুখের কোলে তোমার কাজল-কালো আঁখিতে
অশ্রুজল ঠাঁই নিবে।
গড়িয়ে পড়বে মাঠিতে নাহয় আমার বুকে।
আমার হৃদস্পন্দন তুমি শুনতে পাবে আপনভাবে।
মিশে যাবে তোমার আত্মা আমার আত্নার সাথে।
অনাগত ভবিষ্যতের প্রাক্কালে।