তোমার আমার দূরত্ব একশো কোটি তারার মত,
যতটুকু দূরত্বে রয়েছে একশো কোটি তারা
ঠিক ততটুকু দূরুত্বে রয়েছি আমরা।
অথচ, এক'ই আকাশ ছাদের নিচে বসবাস আমাদের,
তবুও যেন যোজন যোজন দূরে থাকি
আমরা একে অপরের কাছ থেকে।
মাঝেমধ্যে মনে হয়, আমার ছায়াবেশে নিত্য
আমার সঙ্গে আছো তুমি; ছাড়াছাড়ি নেই, একদম'ই নেই।
মনে আছে, কোন এক গোধূলি লগ্নে তুমি বলেছিলে,
তোমার সমগ্র স্পর্শ জুড়ে কেবল আমার অস্তিত্ব আছে.
আর কোথাও নেই আমার অস্তিত্ব কিংবা ছায়া!
মহাসৃষ্টির এপাশে আমি ওপাশে তুমি
মাঝখানে একশো কোটির তারার বিশাল ব্যবধান।
তবুও তোমাতে আমি মিশে আছি একাগ্রচিত্তে।
যখন তোমার থেকে খুব দূরে থাকি,
হাজারো ডাকে সাড়া পাই না? তখন মনে হয়,
যদি কারোর কথা খুব বেশী মনে পড়ে
সেটাই তুমি, হ্যাঁ সেটা তুমি'ই হবে; অন্য কেউ নই।
তখন'ই ভাবি, তুমি আমি ঠিক কতটা মিশে থাকি
একশো কোটি তারার দূরত্বে থাকার পরেও?