আজ আকাশের মন খারাপ,
মেঘের বেশে বিষাদের সুর বাজে বজ্রপাতের সানাইয়ে
নিরব অশ্রু স্নান হয়ে বৃষ্টি নামক কোন শব্দে
ভিজিয়েছে বসত-বাড়ি, সবুজ প্রকৃতি,
ভিজিয়েছে সহস্র আকাশ প্রেমির মন।
সে এসেছে শরতের কোলে শ্রাবণ হয়ে।
সে এসেছে তোমার ঐ দূর পাল্লার শহরে
ঘর হারা এক কাক ভিজিয়ে, বাবুই পাখির অট্টালিকা ভেঙে।
সে এসেছে নিরবধি আমি হয়ে তোমায় স্পর্শ করবে বলে।