তুমি কী জানো?
তোমার মধ্যে আছে এক নিঃসঙ্গ গাংচিল!
যে স্বাধীনভাবে কখনো উড়তে পারে নি,
যে কখনো আকাশ ছুঁয়ে দেখে নি?


যার মধ্যে লুকিয়ে আছে
আকাশ ছোঁয়ার অভিপ্রায়।
যে আকাশ ছুঁতে চাই,
ইচ্ছের ডানায় ভর করে?


কখনো কখনো ইচ্ছেজাগে
ঐ নীল আকাশে মেঘ হতে,
যে সারা আকাশ জুড়ে ভেসে বেড়াবে
কাল্পনিক ইচ্ছের মতই?


কখনো হতে ইচ্ছে করে বৃষ্টি,
আকাশের শুন্যের শরীর বেয়ে নামবে
পৃথিবীর বুকপৃষ্টে;
আকাশ কিংবা কবিতা প্রেমিদের মনে।


কখনো বা গাংচিল হয়ে
উড়তে ইচ্ছে করে
বিশাল উপমার এই আকাশে;
যেখানে উচ্ছ্বাস ভাসে আপন মনে।


তবুও আকাশের নিভু আলোয়
নস্টালজিয়া ছাড়ে না তোমার পিছু;
যার কারণে তোমার মধ্যে জন্ম নিয়েছে
এক নিঃসঙ্গ গাংচিল।