প্রেমিকার হাত ধরে এই ব্যস্ত শহরে হাঁটা,
আমি ভুলে গেছি।
চায়ের দোকানে বসে উদাসীন হয়ে থাকা আমার শেষ সম্বল।
রাস্তার অলিগলি তে ছুটে চলা আমি ভুলে গেছি,
ঘরের কোনে বসে থাকা ই আমার শেষ সম্বল।
আকাশের দিকে চেয়ে তারার মাঝে হারিয়ে যাওয়া ভুলে গেছি,
নির্লিপ্ত ব্যস্ত জীবন আজ আমার শেষ সম্বল।
ক্ষুদ্র মস্তিষ্কে হাজার রকম কল্পনা করা আমি ভুলে গেছি,
বাংলাদেশের কোন এক প্রান্তে র ক্ষুদ্র বিশ্ববিদ্যালয়ের সীমিত গণ্ডির চিন্তায় আজ আমার শেষ সম্বল।
কচি হাতে লেখা অসামান্য লেখনিগুলো লেখা আমি ভুলে গেছি,
বৃদ্ধ হাতের বস্তা পচা লেখাগুলো ই আমার শেষ সম্বল।
তরুণ পায়ে দৃঢ় কণ্ঠে জীবনযাপন আমি ভুলে গেছি,
বার্ধক্য আজ আমার শেষ সম্বল।
কৈশোরের বন্ধুত্ব আমি ভুলে গেছি,
বার্ধক্যের বন্ধু গুলো আমার শেষ সম্বল।
আমি প্রতিনিয়ত ভুলে যাচ্ছি,
ভুলে থাকা টাই আমার আজ শেষ সম্বল।