আমি বৃষ্টি দেখি
ইটের দেয়াল, টিনের চাল
ভেজা সানশেড আর আকাশ বিশাল।

তুমি ডাক দাও
চিনি ছাড়া চা
যা বৃষ্টি জলদি যা।

বৃষ্টি দেখে
রিক্সার অপেক্ষা
থামবে কখন? তার প্রতীক্ষা

আমি আসি তারপর
দেখে তোমায়
ভেজা ধুলো-পথ
স্বাগত জানায়।